নিজস্ব সংবাদদাতা
আনন্দঘন পরিবেশে রংপুরের কাউনিয়া উপজেলা সদর ০৫নং বালাপাড়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে কাউন্সিলের উদ্বোধন করেন- জেলা বিএনপির সদস্য মো. লিটন পারভেজ। বালাপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মোজাহারুল ইসলাম বাবলু।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, আখতারুজ্জামান, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন- বিএনপি নেতা আহম্মদ আলী ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
আলোচনা সভা শেষে গণতান্ত্রিক প্রথায় বালাপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে ভোট গ্রহণ শুরু করা হয়। ভোট গণনা শেষে মো. শাহজাহান মিয়া সভাপতি ও মো. শাহজাহান আলী সাধারণ সম্পাদক এবং মো. সোহেল রানা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
এমআর
No comments:
Post a Comment