Saturday, January 18, 2025

কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া সম্পাদক শাহজাহান আলী সাংগঠনিক সোহেল রানা নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা 

আনন্দঘন পরিবেশে রংপুরের কাউনিয়া উপজেলা সদর ০৫নং বালাপাড়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে কাউন্সিলের উদ্বোধন করেন- জেলা বিএনপির সদস্য মো. লিটন পারভেজ। বালাপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মোজাহারুল ইসলাম বাবলু।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, আখতারুজ্জামান, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম প্রমূখ।


অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন- বিএনপি নেতা আহম্মদ আলী ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।


আলোচনা সভা শেষে গণতান্ত্রিক প্রথায় বালাপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে ভোট গ্রহণ শুরু করা হয়। ভোট গণনা শেষে মো. শাহজাহান মিয়া সভাপতি ও মো. শাহজাহান আলী সাধারণ সম্পাদক এবং মো. সোহেল রানা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।


এমআর


No comments:

Post a Comment