নিজস্ব সংবাদদাতা
রংপুর জেলা পরিবেশ অধিদপ্তর ও কাউনিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কাউনিয়া রেলগেট এলাকায় নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় রাখাসহ টায়ার পুড়িয়ে বায়ুদূষণের অপরাধে মেসার্স মাওয়া এন্টারপ্রাইজ রাস্তা নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুসারে অভিযান পরিচালনা করে বায়ুদূষণের দায়ে ৩০ হাজার টাকা
এবং শিবু বড়ুয়াহাট ও পশ্চিম চাঁনঘাট এলাকার মেসার্স ফাইভ স্টার ব্রিকস ও মেসার্স এসএন ব্রিকস নামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধীত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযানে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার অপরাধে ইটভাটা দুটির মালিককে মোট ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হক এ রায় দেন। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মাসউদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক কমল কুমার বর্মন, উপজেলার সহকারি কমিশনার ভূমি মো. লোকমান হোসেন সঙ্গীয় একদল পুলিশ সদস্য। সংশ্লিষ্টরা জানান, ভ্রাম্যমান আদালতে ধার্য্যপূর্বক জরিমানা আদায় এবং কাঁচা ইট ধ্বংস করাসহ প্রতিষ্ঠান গুলোতে এসব কর্মকান্ড না করার জন্য সতর্ক করা হয়েছে।
এমআর
No comments:
Post a Comment