নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রজনতা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্র-জনতার ব্যানারে কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আরিফ হোসেন, শিপন আহমেদ হিমু, রায়হান আহমেদ, আসাদুল্লাহ আল গালীবসহ অনেকে।
বক্তারা বলেন, সম্প্রতি কাউনিয়ায় একটি শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন। কিন্তু অভিযুক্তকে এখনো আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। আমরা অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। পাশাপশি এমন ন্যক্কারজনক অপরাধ যারা ঘটায় তারা কোন দলের হতে পারে না। তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
এমআর

No comments:
Post a Comment