নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় বিক্রিত জমির ক্রেতাকে মাপযোগ করে দিতে গিয়ে প্রভাবশালী প্রতিপক্ষ জমি নিজেদের দাবি করে হামলা চালিয়ে জমির মালিক উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের এমদাদুল হককে গুরুতর আহত করেছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে জিন্নাহ-চম্পা ফাউন্ডেশন হলরুমে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহত জমির মালিক এমদাদুল হক এ অভিযোগ করেন।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় চিকিৎসার জন্য স্থানীয় শাহাজানের নিকট ১৪ শতক জমি বাজার মূল্যে বিক্রি করি। এই জমির দাম কম বলায় প্রতিবেশি মহির মুহুরীর নিকট জমি বিক্রি না করায় তিনি আমার উপর ক্ষিপ্ত হয়।
গত ১ মার্চ বিক্রি করা ১৪ শতক জমি ক্রেতা শাহাজানকে মাপযোগ করে দিতে গেলে প্রভাবশালী প্রতিবেশি মহির মুহুরী গং জমি ক্রয় করতে না পেরে ওই জমি নিজের দাবি করে আমার উপর হামলা চালায়।
এ সময় বাঁধা দিতে গিয়ে জমি ক্রেতার ওয়ারিশ দুলাল ও মিজানুর রহমান মিন্টুকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারপিট করে আহত করে। স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে প্রথমে কাউনিয়া হাসপাতালে এবং পরে শারীরিক অবনতি ঘটলে রংপুর মেডিকেলে ভর্তি করেন।
তিনি আরো বলেন, প্রতিপক্ষরা আমাকে ও পরিবারের লোকজনকে জীবন নাশের হুমকি প্রদান করে আসছে, আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট আইনী সহায়তা দাবি করছি। সংবাদ সম্মেলন এমদাদুল হকের স্ত্রী রাহেলা বেগম ও ছেলে আবু রায়হান উপস্থিত ছিলেন।
এমআর

No comments:
Post a Comment