Monday, February 3, 2025

কাউনিয়ায় মাইক্রোবাস থামিয়ে পালালো চালক, ২ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা

রংপুরের কাউনিয়ায় একটি মাইক্রোবাসসহ ২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সংক্রান্তে পলাতক অজ্ঞাতনামা মাদক কারবারি মাইক্রো চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কাউনিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, রোববার (০২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাহানুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার হলদিবাড়ী রেলগেট এলাকায় আর-কে রোডে জনৈক আব্দুল হাকিমের মুদির দোকানের সামনে রংপুরগামী একটি পুরাতন ব্যবহৃত সুপার জিএল মাইক্রোবাস রেজি: নং- ঢাকা মেট্রো-ম-১১-০৭১৭ থামতে সংকেত দিলে মাইক্রো চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত মাইক্রোবাসটি থামিয়ে অন্ধকারে পালিয়ে যায়।


ওসি জানান, এ সময় মাইক্রো চালককে ধরার চেষ্টা ব্যর্থ হলে পুনরায় ঘটনাস্থলে এসে মাইক্রোবাসটি তল্লাশি করে ড্রাইভারের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


এমআর

No comments:

Post a Comment