নিজস্ব সংবাদদাতা
জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুরের কাউনিয়া উপজেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার তকিপল হাট ও রেলস্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে বালাপাড়া ইউনিয়ন যুবদল নেতা রুবেল হোসাইনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল শেষে এ মিষ্টি বিতরণ করে নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন- বালাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল, ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, কলেজ ছাত্রদল নেতা আরাফাত হোসেন রাব্বি, ছাত্রদল নেতা রাশেদ, যুবদল নেতা সবুজ, শাকিল, আল আমিন, আলমগীর, আসিফ, সুমন, শিহাব, মুজাফফর, সাব্বির, কবির, কামরুল, রিফাত, রাতুল, আসিক, ইয়াসিন, মিনারুল, জুয়েল, শুভ, পারভেজ, রাজু, রতন প্রমূখ।
উল্লেখ্য, প্রায় দেড়যুগ পর আনন্দঘন পরিবেশে কাউনিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে এমদাদুল হক ভরসাকে সভাপতি, মাহফুজার রহমান মিঠুকে সিনিয়র সহ-সভাপতি, সফিকুল আলম সফিকে সাধারণ সম্পাদক, আব্দুর রহিমকে যুগ্ম সম্পাদক এবং জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এমআর

No comments:
Post a Comment