নিজস্ব প্রতিবেদক
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। তিস্তা আমাদের প্রাণ, তিস্তা আমাদের জীবন রেখা, তিস্তা নদীকে ঘিরে অনেক মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়। সে নদী আজ মরুভূমিতে পরিনত হয়েছে। নদী খনন না করায় বর্ষায় নদী ভাঙ্গনে হাজার হাজার মানুষ গৃহহারা হয়ে পড়েছে। বন্যায় ভেসে নিয়ে যায় কৃষকের স্বপ্ন সোনালী ফসল আর শুষ্ক মৌসুমে পানির অভাবে ফসল ফলাতে পারেনা কৃষকেরা। তাই তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে তিস্তা রেল ও সড়ক সেতু পাড়ে ১৭-১৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপি লাগাতার কর্মসূচী সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।
তিস্তা রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক রকিবুল হাসান পলাশসহ অনেকে।
অবিলম্বে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা রেল ও সড়ক সেতু পাড়ে আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপি লাগাতার কর্মসূচী সফল করতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা।
এমআর

No comments:
Post a Comment