Monday, June 23, 2025

কাউনিয়া কলেজ ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা 

জাতীয়তাবাদী ছাত্রদল কাউনিয়া কলেজ শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

রোববার (২২জুন) দুপুরে কাউনিয়া কলেজ মাঠে এ পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম আপেল, যুগ্ন আহ্বায়ক মাসুম পারভেজ। 

এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলেফনুর, সিনিয়র সহসভাপতি লিমন, সাধারণ সম্পাদক কাওসার আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক জাকিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মিঠু, ছাত্রনেতা রিয়েল, আসিফ, জাহিদসহ নেতাকর্মীরা। 

এমআর

No comments:

Post a Comment