নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় নিজের পুকুরের বৈদ্যুতিক লাইট বদলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুঞ্জয় বর্মন ধিমান (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের উত্তর রাজিব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মৃত্যুঞ্জয় টেপামধুপুর ইউনিয়নের হরিচরণশর্মা গ্রামের মৃত খগেন চন্দ্র বর্মনের ছেলে। তিনি একজন অবিবাহিত এবং পেশায় মৎস্য চাষি ছিলেন।
নিহতের বড়ভাই স্বপন কুমার বর্মন জানান, বুধবার দুপুর অনুমান ১২.৩৫ মিনিটের দিকে টেপামধুপুরের উত্তর রাজিব গ্রামে নিজস্ব মাছ চাষ করা পুকুরে নেমে বৈদ্যুতিক লাইনে লাইট বদলানোর সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে মৃত্যুঞ্জয়ের বাম হাতের তালুতে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তিনিসহ স্থানীয় লোকজনের সহায়তায় এম্বুলেন্স যোগে মৃত্যুঞ্জয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ্ জানান, নিহতের বড়ভাইয়ের লিখিত এজাহারের ভিত্তিতে এ সংক্রান্ত কাউনিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
এমআর
No comments:
Post a Comment