Saturday, August 2, 2025

কাউনিয়ায় ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২


নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানাপুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

ধৃতরা হলেন- বগুড়া শাহাজাহানপুরের বেজোড়া স্কুলপাড়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে রাকিব হাসান (২৮) একই এলাকার ফজলুল হকের ছেলে সাদ্দাম হোসেন (৩০)। 

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (০১ আগষ্ট) রাতে এসআই সাহানুর সঙ্গীয় ফোর্স কাউনিয়া হলদীবাড়ি রেলগেটে লালমনিরহাট/কুড়িগ্রাম-রংপুরগামী মহাসড়কের ওপরে অবস্থান নেয়। এরপর তথ্য মোতাবেক রাত সাড়ে ১১টার দিকে লালকালো রংয়ের একটি হিরো হাম্পার মোটরসাইকেল আসতে দেখে থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ধৃতরা মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করে। পরে মোটরসাইকেলে রাখা ব্যাগের ভিতরে পোটলায় বাঁধা দুই কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, রংপুর অভিমুখে মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন কালে তাদরকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৩৮ ধারায় মামলা রুজু করে রোববার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

এমআর



No comments:

Post a Comment