নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা বলেন, উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সনাতনীদের পাশে থাকবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কাউনিয়া বাসস্ট্যান্ডে বামনেরহাট মন্দিরে বিএনপির উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা করেন।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতনীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবে প্রাণে প্রাণ মিলে সবাই অংশগ্রহণ করে। বিএনপি নেতাকর্মীরা মাঠে থেকে সনাতনীদের পাশে থাকবে। পূজা উদযাপনে কোনো রকম সমস্যা যাতে না হয়, এজন্য দলীয় বিশেষ মনিটরিং টিম কাজ করবে।
ইতোমধ্যে কাউনিয়ার সকল মন্দিরের জন্য বস্ত্রের ব্যবস্থা করেছেন এমদাদুল হক ভরসা। তিনি পূজারীদের তার ভিজিটিং কার্ড দিয়ে বলেন, যে কোনো সমস্যায় ফোন করবেন। আপনাদের পাশে আছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হারাগাছ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সমাপ্তি, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মন্দির কমিটির শ্রী ভানুজা প্রসাদ সরকার, শ্রী পরেশ চক্রবর্তী প্রমুখ।
এমআর

No comments:
Post a Comment