Friday, September 26, 2025

কাউনিয়ায় মাদার সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়ায় সেচ্ছাসেবী সংগঠন মাদার সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কাউনিয়া রেল বাজার রোড ডিভাইডারের মাঝখানে ও আশপাশের খালি জমিতে শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। 

এ সময় সংস্থার প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ বলেন, প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং নিয়মিত পরিচর্যা করে তবে আমাদের পরিবেশ হবে আরও সবুজ ও প্রাণবন্ত। 

এতে সংস্থাটির পরিচালনা পর্ষদের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন। সবাইকে সবুজায়নের এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। 

উল্লেখ্য, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে মাদার সমাজ উন্নয়ন সংস্থা। সংস্থার পক্ষ থেকে আগামীতে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়। 

এমআর

No comments:

Post a Comment