Monday, October 13, 2025

কাউনিয়ায় আগুনে পুড়ে ৮ দোকান ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়ায় নিভৃতপল্লীতে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে পুড়ে একটি বাজারের ৮ দোকানঘর ভস্মীভূত হয়ে গেছে। 

রোববার (১২ অক্টোবর) রাত ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ এলাকায় গুচ্ছগ্রামের আদর্শ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। ভোররাতে লোকসমাগম না থাকায় মুহুর্তে আগুন বাজারে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসকর্মীরা এগিয়ে এলেও সরু ও ভঙ্গুর রাস্তা হওয়ায় তারা পৌছাতে পারেনি। নিমিষেই দোকানঘর গুলোর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার বেশী ক্ষতি হয়েছে বলেছেন ব্যবসায়িরা। 

দোকানঘরসহ মালামাল আগুনে পুড়ে নিঃস্ব ব্যবসায়িগণ দিশেহারা হয়েছেন। অগ্নিকান্ডস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের প্রতি সমবেদনা জানিয়েছেন টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম। 

এমআর

No comments:

Post a Comment