Tuesday, October 14, 2025

কাউনিয়ায় বিএনপি নেতা লাকু স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

নিজস্ব সংবাদদাতা 

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মরহুম আনিছুর রহমান লাকু স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কাউনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। 

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সফিকুল আলম সফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফয়জুর রহমান বাদল, মামুনুর রশীদ মামুন ও আনোয়ার শাহাদাত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, সাবেক যুগ্ন আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ প্রমূখ। 

সভায় বক্তারা বলেন, মরহুম আনিছুর রহমান লাকু ছিলেন ত্যাগী, নিবেদিত প্রাণ ও আদর্শবান সংগঠক। তাঁর মৃত্যুতে বিএনপি একজন নিষ্ঠাবান কর্মীবান্ধব নেতা হারিয়েছে। 

পরে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। 

এমআর

No comments:

Post a Comment