Friday, October 17, 2025

কাউনিয়ায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা নদী রক্ষার দাবিতে রংপুরের কাউনিয়ায় মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তিস্তা সড়ক ও রেল সেতু এলাকায় তিস্তা নদীর দুইপাড়ে এই কর্মসূচি পালন করা হয়। 

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করা হয়। 

তিস্তা নদী রক্ষা আন্দোলনের যুগ্ম সমন্বয়ক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফির নেতৃত্বে হাজারো মানুষ মশাল প্রজ্বলন কর্মসুচিতে অংশ নেয়। 

এমআর

No comments:

Post a Comment