নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট কালিকাপুর গ্রামে রাস্তার পাশে ডোবা থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে এলাকাবাসী রাস্তার পাশে ডোবায় এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। মৃত নারীর বয়স অনুমান ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ্ ও রংপুরের সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) মোছা. আসিফা আফরোজ আদরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, ওই নারীকে অন্য কোথাও হত্যার পর লাশ এখানে ফেলে দেওয়া হয়েছে। তার পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত করছে পুলিশ।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
এমআর

No comments:
Post a Comment