Saturday, October 18, 2025

কাউনিয়ায় শাশুড়ি ধর্ষক জামাইয়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক 

রংপুরের কাউনিয়ায় শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে স্বীয় জামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা শাশুড়ি শনিবার (১৮ অক্টোবর) কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মামলায় উল্লেখ করা হয়েছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপীডাঙ্গা গ্রামে ভুক্তভোগী শাশুড়ি ও মেয়ের জামাই কাজিমুদ্দিন (৫০) একই বাড়িতে বসবাস করেন। দীর্ঘদিন ধরে অভিযুক্ত জামাই তার শাশুড়ির প্রতি খারাপ ইঙ্গিত দিয়ে আসছে। সামাজিক লজ্জা ও পারিবারিক সম্পর্কের কারণে ভুক্তভোগী বিষয়টি কাউকে জানায়নি। 

জানা গেছে, প্রায় ২৫ দিন আগে ভুক্তভোগীর মেয়ে মেরিনা আক্তার জীবিকার তাগিদে ঢাকায় চলে যান। এ সুযোগে জামাই কাজিমুদ্দিন ৩ দফায় শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণ করেন। গত ৮ অক্টোবর সকালে বাড়িতে একা থাকাকালে অভিযুক্ত কাজিমুদ্দিন শয়ন ঘরে শাশুড়িকে ডেকে নিয়ে মুখ চেপে ধরে শেষবার ধর্ষণ করে। 

ভুক্তভোগী শাশুড়ি জানান, লজ্জা ও ভয়ভীতির কারণে ঘটনাটি গোপন রাখেন এবং কয়েকদিন আত্মগোপনে থাকেন। পরে মেয়ে বাড়ি ফিরে এলে এ বিষয় জানালে সে উল্টো ক্ষিপ্ত হয়ে তাকে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে তিক্তহয়ে তার ছেলে আলী আকবরসহ পরিবারের অন্যদের ঘটনা প্রকাশ করেন। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, এ ব্যাপারে ভিকটিম বাদী হয়ে শনিবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন (ধর্ষণ) মামলা রুজু করা হয়েছে। আসামীকে আইনের আওতায় নিতে কাজ করছে পুলিশ। 

এমআর

No comments:

Post a Comment