Saturday, November 15, 2025

কাউনিয়ায় সড়কে ঝরলো বাদাম বিক্রেতার প্রাণ, বাসসহ ড্রাইভার আটক

নিজস্ব সংবাদদাতা 

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া হলদীবাড়ি রেলগেটে শনিবার (১৫ নভেম্বর) দুপুর একটার দিকে বাসের চাকায় পিষ্ট হয়ে তাজেল ইসলাম (৩১) নামের এক বাদাম বিক্রেতা নিহত হয়েছেন। 

নিহত তাজেল উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথচর গ্রামের মৃত রব্বানীর ছেলে। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা বগুড়াগামী ঢাকা মেট্রো ব ১২-১১৬২ নামের যাত্রীবাহী বাসে বাদাম বিক্রি করার সময় নিয়ন্ত্রণহীন ও দ্রুত গতিতে বাস চালানোর কারণে তাজেল বাস থেকে পড়ে যায় এবং বাসের পিছনের চাকায় চাপা পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ্ জানিয়েছেন, নিহতের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/৯৯/১০৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। দূর্ঘটনায় ব্যবহৃত বাসসহ ড্রাইভার আব্দুল আউয়ালকে আটক করা হয়েছে, তবে বাসের হেলপার পালিয়ে গেছে। 

এমআর

No comments:

Post a Comment