Saturday, November 8, 2025

কাউনিয়ায় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা

রংপুরের কাউনিয়ায় 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' শ্লোগানে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) বিকালে ফাইনাল খেলায় বালাপাড়া ইউনিয়নকে ৩-১ সেটের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক হারাগাছ পৌরসভা। 

উপজেলা প্রশাসনের আয়োজনে কৃতি খেলোয়াড় সফিকুল আলম সফির পরিচালনায় উৎসব মুখোর পরিবেশে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) অঙ্কন পাল, উপজেলা প্রোগ্রামার মৃত্যুঞ্জয় সেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার সামসুজ্জামান আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পরে চ্যম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি-মেডেল তুলে দেন অতিথিবৃন্দ। এবারে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হারাগাছ পৌরসভা দলের মো. রিগান। উপজেলার ৬ ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ৭টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। 

এমআর

No comments:

Post a Comment