নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা দলীয় কার্যালয় থেকে র্যালি বের করে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান পলাশ প্রমূখ।
বক্তারা বলেন, জাতীয় জীবনে ঐতিহাসিক এই দিনটি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। এ দিনে আগে সরকারি ছুটি ছিলো। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার এসে সেই ছুটি বাতিল করেছে।
এ আসনে দল থেকে জননেতা আলহাজ্ব এমদাদুল হক ভরসা মনোনয়ন পেয়েছেন। সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে তার পক্ষে কাজ করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
এমআর

No comments:
Post a Comment