Sunday, November 23, 2025

কাউনিয়ায় বিনামূল্যে সবজি বীজ পেলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স সদস্যরা

নিজস্ব সংবাদদাতা 

রংপুরের কাউনিয়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স সদস্যদের বসতবাড়ির অনাবাদি ও পতিত জমি চাষযোগ্য করে সবজি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে। 

রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় ব্র্যাকের 'দাবি কর্মসূচি'-এর আওতায় লালমনিরহাট-১ অঞ্চলের কাউনিয়া এলাকায় ব্র্যাক এরিয়া অফিসে অন্তত ৫০ জন সদস্যের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়। 

বিতরণকৃত বীজগুলোর মধ্যে ছিল- শিম, শসা, বাঁধাকপি, ফুলকপি, লালশাক, বেগুন, মিষ্টি কুমড়া, মুলা ও টমেটোসহ নানা ধরনের শাঁক-সবজি। 

এসব বিতরণ অনুষ্ঠানে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক রিপন কুমার মন্ডল, উপজেলা হিসাব ব্যবস্থাপক দিপক কুমার শাহ্, শাখা ব্যবস্থাপক শাহাজাহান ইসলাম, বিসিইউপি শাখা ব্যবস্থাপক সাজেদুল রহমান, দাবি প্রকল্পের শাখা ব্যবস্থাপক মোছা. ফাতেমাতুজোহরা ও একেএম আজিজুর হক কবির উপস্থিত ছিলেন। 

প্রকল্পের ব্যবস্থাপক রিপন কুমার মন্ডল জানান, বসতবাড়ির চারপাশে অনাবাদি ও পতিত জমিতে সবজি চাষ করলে সবজির ঘাটতি যেমন কমবে, অন্যদিকে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোর আর্থিক উন্নয়নও সম্ভব হবে। 

এ ধরনের কার্যক্রমকে অত্যন্ত সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে বলেছেন উপকারভোগীরা। ব্র্যাক সবসময়ই মাঠপর্যায়ে মানুষকে সহায়তা করে আসছে, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এমআর

No comments:

Post a Comment