নিজস্ব সংবাদদাতা
কৃষি ও কৃষকের উন্নয়ন, আধুনিক প্রযুক্তিভিত্তিক চাষাবাদ সম্প্রসারণ এবং আলু, ভুট্টা ও সবজি উৎপাদনকে আরও লাভজনক করার লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় এসিআই ফার্টিলাইজার রিটেইলার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মেসার্স মায়ের দোয়া সার ঘরের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই ফার্টিলাইজার এর স্থানীয় পরিবেশক মো. মজিবর রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিআই ফার্টিলাইজার রংপুরের রিজিওনাল সেলস ম্যানেজার মো. শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর এরিয়া সেলস ম্যানেজার মো. আহসান ইকবাল ও সিনিয়র টেরিটরি অফিসার মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য প্রদান করেন এসিআই ফার্টিলাইজার পরিবেশক ও মায়ের দোয়া সার ঘরের স্বত্বাধিকারী মো. জিয়াউর রহমান জিয়া।
বক্তারা বলেন, কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। নতুন প্রজন্মের সার ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের ব্যয়ও কমবে।
এ সময় কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং প্রযুক্তিভিত্তিক আধুনিক কৃষি চর্চা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে কৃষকদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমআর

No comments:
Post a Comment