Sunday, December 7, 2025

কাউনিয়ায় নবাগত ইউএনও'র সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

রংপুরের কাউনিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন। 

রোববার (৭ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন সভাকক্ষে এ পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

নবাগত ইউএনও পাপিয়া সুলতানা বলেন, "সরকারি সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরুপ। সরকারের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের উপজেলায় দায়িত্ব নিয়ে এসেছি। 

উপজেলার জনগনের জীবনমান উন্নয়নের জন্য সরকারি নিয়মনীতির মধ্যে থেকে আন্তরিক ভাবে উপজেলা প্রশাসনের সকল কাজ করতে চাই। সাংবাদিকসহ সবার সহযোগিতা পেলে উপজেলা প্রশাসনের সকল কাজ বাস্তবায়ন অনেক সহজ হয়। সকল উন্নয়ন ও অগ্রযাত্রায় দায়িত্ববোধ থেকে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।" 

মতবিনিময় কালে তিনি মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ বন্ধ, অনিয়ম ও দুর্নীতিমুক্তসহ উপজেলার শিক্ষা-স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন সমুন্নত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারি কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। তিনি বিসিএসের ৩৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। 

এমআর

No comments:

Post a Comment