নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় গত ১০ দিন থেকে নিখোঁজ সারজিনা খাতুন (৩৩) এর সন্ধান চায় তার স্বজনরা। তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের গের্দ্দ বালাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।
এ ঘটনায় স্বামী ও সৎ ছেলে মমিনুল ইসলামকে বিবাদী করে কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সারজিনার পিতা ছায়েদ আলী।
নিখোঁজের স্বজনরা জানায়, বিগত ৭ বছর আগে শহীদবাগ ইউনিয়নের দায়াল বাজার এলাকার ছায়েদ আলীর মেয়ে সারজিনা খাতুনের সাথে বালাপাড়া ইউনিয়নের গের্দ্দবালাপাড়া গ্রামের বাহাদুর খাঁর ছেলে আবুল কালাম আজাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক সামান্য বিষয় নিয়ে সারজিনার সঙ্গে অহেতুক ঝগড়া-বিবাদ, মারপিট, নির্যাতন এবং নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে।
এরই মধ্যে ২ কন্যা সন্তানের জননী হয়ে পড়ে সরজিনা। প্রায় এক বছর আগে সরজিনাকে মারপিট করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এর ৬ মাস পর তিনি সন্তান ও পরিবারের কথা চিন্তা করে স্বামীর বাড়িতে ফিরে যায়।
সারজিনার পিতা ছায়েদ আলী জানান, ঘটনার দিন ১ ডিসেম্বর সকাল ১০টার দিকে হঠাৎ মেয়ের জামাই আবুল কালাম আজাদ তার বড়িতে এসে বলে সারজিনাকে তারা ৫/৬ দিন থেকে খুঁজে পাচ্ছেন না, তার কাছে সারজিনার ফটো চায়। পরবর্তিতে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করা হলেও সারজিনার কোন সন্ধান মেলেনি।
এদিকে নিখোজের ১০ দিন পেরিয়ে গেলেও মাকে ফিরে পাওয়ার আশায় অহনিশী প্রহর গুনছে নিখোঁজ সারজিনার অবুজ দুই শিশুকন্যা ও বৃদ্ধ মা-বাবাসহ স্বজনরা। সারজিনার সন্ধান পেলে ০১৯৪১২২২৬০৩ নাম্বারে বা নিকটস্থ থানায় জানাতে অনুরোধ করা হয়েছে।
এমআর

No comments:
Post a Comment