নিজস্ব সংবাদদাতাঃ
‘বীর মুক্তিযোদ্ধার জয় যখন দোর গোড়ায়, পাক-হানাদার বাহিনী বুঝতে পারে তাদের নিশ্চিত পরাজয়, তখন তারা বাংলাদেশকে শত বছর পিছিয়ে দিতে হত্যা করে জাতীর শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের।’ তাঁদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার
(১৪ ডিসেম্বর) স্থানীয় কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পমাল্য অর্পন ও দোয়া করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা অনন্ত বর্ম্মন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, ইউপি চেয়ারম্যান আনছার আলী, প্রধান শিক্ষক আইয়ুব আলী, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মনিরুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানে কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-এমআর
No comments:
Post a Comment