Thursday, December 12, 2019

কাউনিয়ায় মাসিক আইন-শৃংখলা ও সমন্বয় সভা


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলা আইন-শৃংখলা কমিটি এবং সন্ত্রাস, নাশকতা মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফ আরা বেগম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, এসআই ওবায়দুর রহমান, কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আনছার আলী, মোহাম্মদ হোসেন, শফিকুল ইসলাম, রাকিবুল হাসান পলাশ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম, রিপোটার্স ইউনিটি সভাপতি শাহ্ মোবাশ্বারুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক মিজানুর রহমান মিঠুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রতিনিধিগণ

পরে সভার সভাপতি উপজেলার আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন

অপরদিকে উপজেলা পরিষদ মাসিক সভা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফ আরা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধিবৃন্দ। এছাড়াও উপজেলা টাস্কফোর্স, আইসিটি এপিএ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে এসময় সভার কার্যবিবরণী পাঠ অনুমোদন করা হয়

-এমআর

No comments:

Post a Comment