নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় ব্রিটিশ আমলের কাউনিয়া রেল জংশন স্টেশনটি উত্তর জনপদের একটি অন্যতম রেল যোগাযোগের মাধ্যম। এ রেল পথে উত্তরের
২
জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ রংপুর বিভাগের ৮ জেলার মানুষ রেল পথে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। প্রতিদিন
ঐতিহ্যবাহী কাউনিয়া রেল জংশন ষ্টেশন দিয়ে তিনটি আন্তঃনগর ট্রেন মিলে ২১টি ট্রেন যাতায়াত করছে।
নিরাপদ রেল ভ্রমনের এ ট্রেন যাতায়াতের রাস্তায় ১০টি রেল ক্রসিং এখন মরন ফাঁদ। ওই ১০টি রেল ক্রসিং রাস্তা দিয়ে দিন-রাত মানুষ ও গবাদী পশু চলাচল করলেও রেল ক্রসিং গুলোতে নেই রেল কর্তৃপক্ষের কোনো পাহারাদার বা গেটম্যান তাই হরহামেশাই ঘটছে দুর্ঘটনা আর প্রানহানী।
ইতোমধ্যে রেল দুর্ঘটনা ঘটেছে উপজেলার কাউনিয়া থানা রেল ক্রসিং, খোপাতী তপসী ডাঙ্গা, পাঞ্জর ভাঙ্গা, শহীদবাগ বাজার, বুদ্ধির বাজার বাধের রাস্তা, গদাই স্কুলের পাড়, মহেশা রেল ঘুন্টি, মৌল রেল ক্রসিং, বল্লভ বিষু চেয়ারম্যান বাড়ী রেল ক্রসিংয়ে। এসব রেল ক্রসিং এখন মানুষ ও গবাদী পশুর মরন ফাঁদে পরিনত হয়েছে। অথচ এব্যাপারে
কর্তৃপক্ষ সম্পূর্ণ নিরব।
এবিষয়ে কাউনিয়া উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃংখলা সভায় অনেক আলোচনা ও সিদ্ধান্ত হলেও কাজের কাজ কিছুই হয়নি। সভার সিদ্ধান্তের কার্যকরী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু এখনও এর
কোনো ভাল ফল
পাওয়া যায়নি।
বিষয়টির কী শুরাহা হলো তা নিয়ে কাউনিয়া রেল জংশন ষ্টেশন মাস্টার আব্দুর রশীদ জানান, এবিষয়ে আমি কিছুই জানিনা তবে উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। এলাকাবাসী
বলছেন, এক
অফিস থেকে আর
এক
অফিসে জানাজানি চলবে আর কত দিন? তবে কী এভাবেই চলবে একের পর এক দুর্ঘটনা আর প্রানহানী!
-এমআর
No comments:
Post a Comment