নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন প্রকল্প কমিউনিটি পর্যায়ে সরকারি পরিষেবার কার্যকারিতায় উপজেলা পর্যায়ে ভিজিডি বিষয়ে গণশুনানী করেছে আরডিআরএস-বাংলাদেশ।
রবিবার
(২৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ
আরা বেগম’র
সভাপতিত্বে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।
গণশুনানীতে ভিজিডি বাস্তবায়নের উপর বক্তব্য রাখেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী। ইইউ সিএসও প্রকল্প
ও
গণশুনানীর উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী হাফিজুর রহমান।
কমিউনিটি
পর্যায়ে ভিজিডি সেবা বিষয়ে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন পাঠ করেন সিবিও লিডার নাজনীন সুলতানা ও রেজিয়া সুলতানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ
কুমার সরকার, কৃষি কর্মকর্তা সাইফুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, প্রকল্পের কমিউনিটি মবিলাইজার আলমগীর হোসেন প্রমূখ।
ভিজিডি সেবার মান বৃদ্ধিকল্পে গণশুনানীতে কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সিএসও ও সিবিও লিডারসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
-এমআর
No comments:
Post a Comment