নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন প্রকল্প এসডিজি অর্জনে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন ও কমিউনিটির প্রত্যাশা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে বে-সরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস-বাংলাদেশ এর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাল্টিমিডিয়ার মাধ্যমে এসডিজি সম্পর্কিত বাস্তবায়ন বিষয়ে প্রেজেন্টেশন করেন আরডিআরএস-বাংলাদেশ রিকল প্রকল্পের সমন্বয়কারী হাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল’র সভাপতিত্বে কমিউনিটি পর্যায়ে ভিজিডি বিষয়ে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন এবং সিপিডি’র সংগৃহীত তথ্য উপস্থাপন করেন সিবিও লিডার নাজনীন সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব কাউনিয়া সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, প্রেসক্লাব পীরগাছা সভাপতি খোরশেদ আলম, জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলী, কাউনিয়া প্রেসক্লাব সম্পাদক মিজানুর রহমান মিটুল, রিপোর্টাস্ ইউনিটি সভাপতি শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু, সম্পাদক মনিরুল ইসলাম মিন্টু, উপজেলা প্রেসক্লাব যুগ্ন আহবায়ক নিতাই রায়, প্রকল্পের কমিউনিটি মবিলাইজার আলমগীর হোসেন, সংবাদকর্মী জহির রায়হান, মিজানুর রহমান মিজান, জসিম সরকার, আবু হাসান প্রমুখ।
সংবাদ সম্মেলনে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সিএসও ও সিবিও লিডারসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
-এমআর
No comments:
Post a Comment