Saturday, January 11, 2020

কাউনিয়া থানা পুলিশের অভিযানে ১৩ ক্রিকেট জুয়াড়ি আটক


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া থানা পুলিশের এক অভিযানে ১৩ জন ক্রিকেট জুয়াড়িকে আটক করা হয়েছে এসময় ১টি টেলিভিশন হাজার ৮০ টাকা জব্দ করা হয়

গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মীরবাগ বাজারে নুরুজ্জামানের চা-মুদির দোকানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামের নেতৃত্বে এসআই নজরুল, এসআই ওবায়দুর, এসআই লোকেশ, এএসআই ইয়াকুব, এএসআই শাহান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে কূর্শা ইউনিয়নের রামনাথ গ্রামের আব্দুল সাত্তারের ছেলে চা-মুদির দোকানদার নুরুজ্জামান (৪২), ভবেশ চন্দ্রের ছেলে নরেশ চন্দ্র (৩৬), মৃত মহির উদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৪০), আব্দুল গফুরের ছেলে মমিনুল ইসলাম (৩২), মোহাম্মদ আলীর ছেলে রাশেদুল ইসলাম (২৬), একরামুল হকের ছেলে আল-আমীন (২০), সুলতান মিয়ার ছেলে মাইদুল ইসলাম (৩০), মহির উদ্দিনের ছেলে রমজান আলী (২০), আলতাফ হোসেনের ছেলে রাজু মিয়া (২৫), কূর্শা গ্রামের খবর উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (২২), আবুল কাশেমের ছেলে নুর আমীন (২৮), পূর্ব বাহাগীলী গ্রামের আবুল হোসেনের ছেলে আনারুল ইসলাম (২৭) পীরগাছা উপজেলার সাটকান্দি গ্রামের প্রবেশ চন্দ্রের ছেলে শয়ন কুমার (২০) কে ক্রিকেট জুয়া খেলার অপরাধে আটক করে

তথ্যের সত্যতা নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের / ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

-এমআর

5 comments:

  1. কেনো এটা মীরবাগ নামে চলিয়ে দেয়া হলো? কেনো মীরবাগ বাজার বলা হলো? কেনো মীরবাগকে অপমান করা হলো? সিংহেরকুড়া দিলে কি ফাটে...? এমন মিথ্যে বাক্য প্রচারের নিন্দা জ্ঞাপন করছি

    ReplyDelete
  2. খুব ভালো হইছে

    ReplyDelete