নিজস্ব সংবাদদাতাঃ
‘সময় এখন আমাদের,
সময় এখন বাংলাদেশের’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধনী উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার
(১১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বিভিন্ন রাস্তা ঘুরে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক অলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ
আরা বেগম’র
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল মাহমুদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, জেলা যুবলীগের সদস্য ফিরোজ সরকার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জামিল হোসাইন প্রমূখ।
সঞ্চালনায় ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল। অনুষ্ঠানে
প্রশাসনের কর্মকর্তাসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপি আরো আয়োজনে ছিলো বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যচিত্র প্রদর্শন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার
প্রদর্শন এবং বর্ণিল আতশবাজি প্রদর্শন।
এরআগে গত শুক্রবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষের ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করা হয়েছে।
-এমআর
As claimed by Stanford Medical, It is indeed the ONLY reason this country's women live 10 years longer and weigh on average 19 KG lighter than us.
ReplyDelete(Just so you know, it is not about genetics or some hard exercise and absolutely EVERYTHING related to "HOW" they eat.)
P.S, What I said is "HOW", not "WHAT"...
CLICK this link to discover if this brief questionnaire can help you release your true weight loss potential
Your Affiliate Money Printing Machine is waiting -
ReplyDeleteAnd earning money online using it is as simple as 1, 2, 3!
Here's how it works...
STEP 1. Input into the system which affiliate products the system will push
STEP 2. Add push button traffic (it ONLY takes 2 minutes)
STEP 3. Watch the affiliate system grow your list and sell your affiliate products on it's own!
Are you ready??
You can test-drive the system for yourself risk free...