Wednesday, January 15, 2020

কাউনিয়ায় স্কুল ছাত্রকে গণ বলাৎকার, থানায় মামলা


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় এক স্কুল ছাত্রকে চারজন নরপশু দ্বারা বলাৎকারের শিকার হওয়ার খবর পাওয়া গেছে এঘটনায় কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে

মামলার সূত্রমতে, উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু দোলাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে মীরবাগের ধর্ম্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রকে একই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে উজ্জল মিয়া (২৪), শাহানুরের ছেলে মিলন মিয়া (২০), হাসেন আলীর ছেলে পারভেজ (২০) মোখলেছুর রহমান (২১) মিলে গত ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে জনৈক জফুর মেম্বারের মেশিন ঘরে নিয়ে বলাৎকার করে

ওই ছাত্রের মা জানান, ‘ছেলে স্কুল থেকে বাড়ি আসার পর উজ্জল এসে ছেলেকে কী যেন কাজের কথা বলে ডেকে নিয়ে গিয়ে এঘটনা ঘটায় এরপর থেকে অসহায় দরিদ্র পরিবারটি ছেলে বলাৎকারের বিচার চেয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বারের দ্বারে ঘুরে কোন বিচার না পেয়ে চলতি বছরের জানুয়ারি কাউনিয়া থানায় ওই চারজনকে আসামী করে মামলা দায়ের করেন

এদিকে কাউনিয়া থানার এসআই নজরুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন মামলা দায়েরের পর বলৎকার হওয়া ওই ছাত্রকে থানা পুলিশ গত ১৪ জানুয়ারি ২০২০ রংপুর মেডিকেলে পরীক্ষা সম্পন্ন করেছে বলাৎকারের শিকার ছাত্রটি জানায়, ‘জোর করে তারা আমার সাথে একাজ করেছে এঘটনা কাউকে জানালে আমার বোনকে তুলে নিয়ে গিয়ে একই কাজ করবে বলে ভয় দেখিয়েছে তাই বোনের কথা চিন্তা করে প্রথমে কাউকে বলিনি

অন্যদিকে ওই ছাত্র বর্তমানে মানুষিক যন্ত্রনায় ভুগছে তারমধ্যে আতংক বিরাজ করছে, পড়াশুনা অশ্চিত হয়ে পড়েছে এব্যাপারে কাউনিয়া থানা অফিসার  ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম জানান, ‘মেডিকেল রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে তবে ঘটনার সত্যতার কিছুটা আলামত পাওয়া গেছে অভিযুক্তদের বিরুদ্ধে সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে

-এমআর

1 comment:

  1. If you're attempting to lose fat then you certainly need to start using this totally brand new tailor-made keto meal plan diet.

    To create this keto diet, licensed nutritionists, fitness couches, and top chefs united to develop keto meal plans that are useful, convenient, price-efficient, and fun.

    From their launch in early 2019, hundreds of people have already completely transformed their body and health with the benefits a smart keto meal plan diet can provide.

    Speaking of benefits; in this link, you'll discover 8 scientifically-certified ones offered by the keto meal plan diet.

    ReplyDelete