নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের কাজী মোঃ তাজুল ইসলামকে বুধবার (১৫ জানুয়ারি) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রায় প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফৎ আরা বেগম।
ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারি ফারুক হাসান জানান, শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষ্ণু গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে মোঃ তাজুল ইসলাম কাজী দীর্ঘদিন থেকে বাল্যবিয়ে চক্রের সাথে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৭টি ভুয়া রেজিষ্টার জব্দ করা হয়। পরে তাকে আটক করে উপজেলা পরিষদে গঠিত ভ্রাম্যমান আদালতে বাল্যবিয়ে নিরোধ আইন-১০০৭ এর ৯ ধারায় বিজ্ঞ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এসময় এসআই মিজানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভ্রাম্যমান অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে এলাকাবাসী ভ্রাম্যমান অভিযানকে স্বাগত জানিয়েছেন।
-এমআর
If you're looking to burn fat then you absolutely have to jump on this totally brand new personalized keto meal plan.
ReplyDeleteTo create this keto diet, certified nutritionists, fitness couches, and chefs have joined together to produce keto meal plans that are effective, painless, money-efficient, and delightful.
Since their first launch in 2019, thousands of people have already remodeled their body and health with the benefits a smart keto meal plan can provide.
Speaking of benefits: in this link, you'll discover 8 scientifically-certified ones provided by the keto meal plan.