নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় আরকে
রোডের কাউনিয়া
বাসস্ট্যান্ড এলাকায় রংপুর গামী একটি
মালবাহী ট্রাক
(ঢাকা মেট্রো-ট ১৬-৩৩৫৫০) কুড়িগ্রাম
গামী একটি
প্রাইভেট কার
(রংপুর-গ
১১-০১১৭)
কে ধাক্কা
দিলে ঘটনাস্থলে
পুলিশ কর্মকর্তাসহ
২ জন
গুরুতর আহত
হয়।
রবিবার (১৬
ফেব্রুয়ারি) বিকেল ৩টার
দিকে এ
দূর্ঘটনা ঘটে। আহতরা
হলেন- কারের
যাত্রী পুলিশের
ইনসার্ভিস ট্রেনিং সেন্টার ঠাকুরগাঁও এর
পুলিশ পরিদর্শক
মোসাব্বেরুল হক (৫৫) এবং কার
চালক রংপুর
গুপ্তপাড়া এলাকার আরিফ হোসেন (৩৫)।
পরে স্থানীয়রা তাদের
উদ্ধার করে
কাউনিয়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের
রংপুর মেডিকেল
কলেজ হাসপাতালে
প্রেরণ করা
হয়েছে।
এ দুর্ঘটনার
পর ট্রাক
চালক পালিয়ে
যায়।
-এমআর
Your Affiliate Profit Machine is waiting -
ReplyDeletePlus, getting it set up is as easy as 1...2...3!
It's super easy how it works...
STEP 1. Choose affiliate products you want to push
STEP 2. Add PUSH BUTTON traffic (this LITERALLY takes 2 minutes)
STEP 3. Watch the system grow your list and sell your affiliate products all on it's own!
So, do you want to start making money?
Click here to activate the system