নিজস্ব সংবাদদাতাঃ
সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বর্ষ উদযাপন উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা প্রসাশনের সহযোগিতায় অনুষ্ঠিত ভলিবল টুর্ণামেন্ট-২০২০ এর চ্যাম্পিয়ন হয়েছে এসএএফ ষ্টার দল।
উৎসব মূখোর পরিবেশে গত সোমবার বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মনিং সান স্পটিং ক্লাবকে ২-০ সেটে পরাজিত করে এসএএফ স্টার দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ফাইনাল খেলায় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফৎ আরা বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুসা আহম্মেদ, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমূখ।
এবারে উপজেলার ৮টি দল পর্যায়ক্রমে এ ভলিবল টুর্ণামেন্টে অংশগ্রহন করে। পরে পুরুস্কার বিতরণ করা হয়।
-এমআর

Do this hack to drop 2 lbs of fat in 8 hours
ReplyDeleteAt least 160k women and men are losing weight with a simple and SECRET "liquid hack" to burn 1-2lbs every night while they sleep.
It's scientific and it works on everybody.
Here are the easy steps for this hack:
1) Go grab a drinking glass and fill it with water half glass
2) And now follow this strange hack
and be 1-2lbs skinnier the very next day!