Saturday, March 28, 2020

কাউনিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তারের জরিমানা


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে এক ভুয়া ডাক্তারের ৫০ হাজার  টাকা জরিমানা অনাদায়ে মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত রায় প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফ আরা বেগম স্থানীয়রা অভিযানকে স্বাগত জানিয়েছেন

ভ্রাম্যমান আদালতের সূত্রমতে, উপজেলার সানাই মোড় যশোদা মার্কেটে পীরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে ভুয়া ডাক্তার আব্দুর রশিদ দীর্ঘদিন থেকে লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানে ভুয়া প্রচারনা চালিয়ে লোকজনকে প্রতারনা করে বিভিন্ন রোগের অপারেশনসহ নানা চিকিৎসা দিয়ে আসছেন

এমন তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ মার্চ) বিকেলে এক অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা তার ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে মাসের কারাদন্ড প্রদান করেন এসময় উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর আবু সাঈদ, আনসার ভিডিপি প্রশিক্ষক মনিরুজ্জামানসহ একদল থানাপুলিশ

-এমআর

No comments:

Post a Comment