Thursday, April 2, 2020

করোনা সংকটময়ে, কাউনিয়ায় কর্মহীন নিরীহ মানুষদের খাদ্যসামগ্রী দিলেন পিন্টু


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় কর্মহীন হয়ে পড়া নিরীহ মানুষের মাঝে চাল, ডাল, তেল, সাবান, আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি এবং বাংলাদেশ বেতার রংপুরের উপস্থাপক মোঃ মাহমুদুল হাসান পিন্টু

বুধবার (০১ এপ্রিল) তার জন্মদিনে করোনা বিপর্যয়ে দিশেহারা উপজেলার নানা শ্রেণী-পেশার কর্মহীন দুস্থ মানুষের বাড়ী-বাড়ী খাবার নিয়ে হাজির হন তিনি এতে অসহায় মানুষ গুলো যেমন অবাক তেমনি খুশিতে আত্মহারা হয়েছেন পিন্টু নিজের জন্মদিনে কর্মহীন হওয়া নিম্ন আয়ের অসচ্ছল মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ায় পিন্টু উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা

পিন্টু বলেন- আমার জন্মদিনে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারলে নিজেকে ধন্য মনেহয়, তাই এমন আয়োজন করেছি তিনি সম্প্রতি করোনা সংকটময়ে কর্মহীন হওয়া অসহায় দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান

ইতোমধ্যে করোনা সংক্রমণ মোকাবেলায় উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক স্প্রে এবং হ্যান্ড ওয়াশিং স্থাপন করেছেন তিনি

-এমআর

No comments:

Post a Comment