Monday, May 11, 2020

কাউনিয়ায় ক্ষতিগ্রস্থ কৃষকের পাশে ছাত্রলীগ, কেটে দিলো পাকা ধান


নিজস্ব সংবাদদাতাঃ
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকিতে চলতি বোরো মৌসূমে রংপুরের কাউনিয়ায় শ্রমিক সংকটে পাকা ধান নিয়ে বিপাকে পড়া অসুস্থ অসহায় কৃষকের পাশে উপজেলা ছাত্রলীগ, কেটে দিলো ধান সোমবার (১১ মে) দুপুরে উপজেলা সদরের রেলকলোনী এলাকায় অসহায় কৃষক বাবু মিয়া অসুস্থ কৃষক খোকন মিয়ার জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা

ধানের ফলন বাম্পার হলেও করোনা ভাইরাসের প্রভাবে তীব্র শ্রমিক সংকট কালে পাকা ধান কাটতে গরীব কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রান্তীক কৃষক খোকন মিয়া বাবু মিয়া স্থানীয়রা ছাত্রলীগের উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক নেতৃত্বে এসময় সাথে ছিলেন উপজেলা ছাত্রলীগের সিঃ সহ-সভাপতি জামিল হোসাইন, যুগ্ন সম্পাদক রোকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন মিজানুর রহমান মিলন, বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, টেপামধুপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্রলীগ নেতা রেজাউল করিমসহ একঝাঁক তরুণ নেতাকর্মী

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কবলে পড়ে শ্রমিকের অভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের জলাবদ্ধ জমির পাকা ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দেয়া হয়েছে বলে জানান উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক সম্প্রতি করোনা দূর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে উপজেলার অসহায় কৃষকের ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ছাত্রলীগের নেতা

-এমআর

No comments:

Post a Comment