Sunday, November 1, 2020

কাউনিয়ায় তিস্তার তীরে মানববন্ধন

 


নিজস্ব সংবাদদাতাঃ
তিস্তা নদী সুরক্ষা, কৃষি কৃষক বাচাঁনোর দাবীতেতিস্তা বাচাঁও নদী বাচাঁওসংগ্রাম পরিষদ রংপুরের কাউনিয়া উপজেলা শাখার আয়োজনে ৩০ কিলোমিটার মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধনে তিস্তা নদী ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন দাবী।

রবিবার (০১ নভেম্বর) তিস্তা নদীর দুই তীরে ৩০ কিলোমিটার মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে তিস্তা রেল সেতু এলাকা থেকে উপজেলার গদাই, পাঞ্জরভাঙ্গা, নিজপাড়া, তালুক সাহাবাজ, চর ঢুষমারা, সনসনাটারী, টেপামধুপুর ইউনিয়নের হরিচরণশর্মা, গণাই, চরগণাই, বিশ্বনাথ, হয়বৎখাঁ, আজমখাঁ, টাপুরচর এলাকায় প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, তিস্তা বাচাঁও নদী বাচাঁও সংগ্রাম পরিষদের রংপুর বিভাগীয় সভাপতি নজরুল ইসলাম হক্কানী, বিভাগীয় ইষ্টানিং কমিটির সদস্য এবং তিস্তা বাচাঁও নদী বাচাঁও সংগ্রাম পরিষদের নেতা সহযোগী অধ্যাপক . তুহীন ওয়াদুদ, সহযোগী অধ্যাপক নুরুজ্জামান খাঁন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, টেপামধুপুর ইউনিয়ন .লীগের সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকার, তিস্তা বাচাঁও নদী বাচাঁও সংগ্রাম পরিষদ কাউনিয়া শাখার সভাপতি সামছুল আলম, সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান প্রমুখ।

-এমআর

No comments:

Post a Comment