Sunday, November 22, 2020

তিস্তা নদীকে ঘিরে মহা পরিকল্পনা গ্রহন করেছে সরকার -বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি এমপি

 


নিজস্ব প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। মহান স্বাধীনতার প্রকৃত ইতিহাস নানা ভাবে বিকৃত করার চেষ্টা হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দুর এগিয়েছে। আমরা বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে চাই। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের এখন বয়স হয়েছে, কখন চলে যাব জানিনা। দেশে সত্য ন্যায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আদর্শ এবং স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে। তিস্তা নদীকে ঘিরে সরকার মহা পরিকল্পনা গ্রহন করেছে।
 
গত শনিবার ২১ নভেম্বর রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর কাছে জাতির পিতার ম্যূরাল স্থাপনের জায়গা পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপি এসব কথা বলেন।
 
বঙ্গবন্ধুর ম্যূরাল স্থাপনের জায়গা পরিদর্শন কালে তার সাথে ছিলেন কাউনিয়া উপজেলা .লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফৎ আরা বেগম, রংপুর জেলা .লীগের সহ-সভাপতি মাজেদ আলী বাবুল, উপজেলা .লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, হারাগাছ পৌর মেয়র হাকিবুর রহমান, বালাপাড়া ইউনিয়ন .লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আনছার আলী, সাধারন সম্পাদক দিলদার আলী, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগমসহ সরকারি কর্মকর্তা-জনপ্রতিনিধি ছাড়াও দলীয় নেতা-কর্মীবৃন্দ।

-এমআর

No comments:

Post a Comment