Thursday, November 19, 2020

কাউনিয়ায় গ্রাম আদালতের ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

 


নিজস্ব সংবাদদাতাঃ
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ইউএনডিপি ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং কারিগরী সহায়তায় বাস্তবায়ন সহযোগী সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক রংপুরের কাউনিয়া উপজেলায় গ্রাম আদালতের বিকেন্দ্রীকৃর্ত পরিবীক্ষন, পরিদর্শন মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে দিনব্যাপী প্রশিক্ষনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফৎ আরা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনডিপি ডিষ্ট্রিক ফ্যাসিলিটেটর এটিএম রফিকুল ইসলাম, ইএসডিও জেলা সমন্বয়কারী মোঃ হাফিজ আল আসাদ, মনিটরিং এন্ড রিপোর্টিং সমন্বয়কারী মোঃ সাজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান রাকিবুল ইসলাম পলাশ প্রমূখ।

সময় গ্রাম আদালত কার্যক্রমে ডিএমআইই পদ্ধতি বাস্তবায়ন প্রক্রিয়ায় ইউপি চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্মীর দায়িত্ব-কর্তব্য বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষনে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবসহ গ্রাম আদালত সহকারীবৃন্দ অংশ নেয়।

-এমআর

No comments:

Post a Comment