Thursday, November 26, 2020

কাউনিয়ায় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস

 

নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম পাট বীজ উৎপাদন, সংরক্ষণ বিতরণ প্রকল্পের আওতায় রোপা আমন ফসলের মাঠ দিবস করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে স্থানীয় স্কয়ার স্কুল প্রাঙ্গণে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল আলম এর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক কৃষিবিদ . মোঃ সরওয়ারুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মাহবুবার রহমান।

মাঠ দিবসে ফসলের উৎপাদন বাড়াতে সরকারের কৃষি দপ্তরের নানা সেবা-সহায়তা আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের ধান, গম পাট বীজ চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাকিবুল আলম।

-এমআর

No comments:

Post a Comment