Friday, November 6, 2020

কাউনিয়া ইউএনও’র অভিযানে বাল্যবিয়ে পন্ড

 


নিজস্ব প্রতিবেদকঃ
কাউনিয়ায় ধূমধাম বিয়ের আয়োজনে খবর পেয়ে হাজির হয় বেরসিক ইউএনও, সাথে একদল পুলিশ। ছুটে আসে সাংবাদিক, ভীড় জমায় উৎসুক জনতা। প্রস্তুত রসনা ভোজন টাংঙ্গানো প্যান্ডেলে সজ্জিত চেয়ার-টেবিল থাকলেও মূহুর্তে লাপাত্তা সবাই ফাঁকা পুরো বিয়ে বাড়ী মানবহীন তালাবদ্ধ পাশের বাড়ী গুলোও।

গত বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধা রাতে উপজেলা সদরের হরিশ্বর বটতলা এলাকায় ঘন্টা ব্যাপি অভিযানে নোটারী পাবলিকের বিয়ের এফিডেভিট কপি উদ্ধার এবং ভুড়ি ভোজের তৈরীকৃত খাবার জব্দ করে স্থানীয় এতিমখানায় দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের বাল্যবিয়ে বিরোধী অভিযান সংশ্লিষ্টদের অজ্ঞাত কেউ একটি পাথর ছুঁড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।

জানা গেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের শহিদুল ইসলামের স্কুল পড়ুয়া মেয়ে মোছাঃ সুমি খাতুন এর সাথে পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা গ্রামের আব্দুল কুদ্দুসের নাবালক ছেলে মোঃ আরিফুল ইসলাম এর বিয়ের এফিডেভিট গত নভেম্বর জেলা রংপুরের নোটারী পাবলিকের কার্যালয়ে প্রাপ্ত বয়স হিসেবে সম্পন্ন করে।

ভুল তথ্যে অপ্রাপ্ত বর-কনের এফিডেভিট কপি দেখে বিস্ময় প্রকাশ করেন অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফৎ আরা বেগম। তিনি বলেন, পারিবারিক সম্মতিতে সংঘটিত বাল্যবিয়ের জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

-এমআর

No comments:

Post a Comment