Tuesday, December 1, 2020

কাউনিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ২ কোচিং সেন্টারে অর্থদন্ড

 


নিজস্ব সংবাদদাতাঃ
সরকারী নির্দেশনা না মেনে কোচিং সেন্টার খোলা রাখার অপরাধে রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল হাটস্থ স্পার্ক কোচিং সেন্টারের পরিচালক আনোয়ারুল ইসলামের হাজার টাকা এবং সানরাইজ কোচিং সেন্টারের পরিচালক নিমাই চন্দ্রের হাজার টাকা অর্থদন্ড আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিট্রেট মোছাঃ উলফৎ আরা বেগম অভিযান পরিচালনা করে রায় দেন। সময় তার সাথে ছিলো একদল থানাপুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিট্রেট জানান, প্রাণঘাতী করোনার সংক্রমণ প্রতিরোধে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তারা সরকারী বিধি-নিষেধ উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনা করায় অর্থদন্ড প্রদান করা হয়। এদিকে বৈশ্বিক মহামারী করোনার প্রার্দূভাব প্রতিরোধে এমন আকস্মিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

-এমআর
 

No comments:

Post a Comment