Wednesday, December 2, 2020

কাউনিয়ার তিস্তা নদীতে ভাসানো হলো ‘মহাজোট নৌকা’

 


নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের কাউনিয়ায় ৭১ শহীদ স্মৃতি স্মরণে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন মহাজোট নৌকা ভাসানো হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় তিস্তা নদীতে ৭১ হাত লম্বা মহাজোট নৌকা ভাসিয়ে দেয়া হয়।


উৎসব
মূখোর পরিবেশে নৌকা ভাসানো কর্মসূচীর উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আনছার আলী। সময় আলোচনা সভা, পুরুস্কার বিতরণ দোয়া করা হয়। মহাজোট নৌকার পরিচালনার দায়িত্বে রয়েছেন উপজেলা .লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান ইউপি সদস্য শহিদুল ইসলাম।


ইতিহাস
-ঐতিহ্যের সঙ্গে কৃষ্টি-কালচার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সার্বিক তত্বাবধানে এলাকাবাসীর উদ্যোগে জন শ্রমিকের নিপূন শৈলীতে ২৩ দিনের অক্লান্ত পরিশ্রমে এই মহাজোট নৌকা তৈরী করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


অনুষ্ঠানে
উপজেলা .লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, বালাপাড়া ইউনিয়ন .লীগের সম্পাদক দিলদার আলী, ওয়ার্ড .লীগের সম্পাদক এনআই শাহীন, ইউপি সদস্য মনতাজ আলী, আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, জমিলা খাতুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-এমআর

No comments:

Post a Comment