কাউনিয়ায় শহীদ মিনার পরিস্কার-পরিছন্নতা কর্মসূচি পালন
নিজস্ব সংবাদদাতাঃ
‘স্মৃতির মিনার মোর পবিত্র, ভাষার মান সমুন্নত’ শ্লোগানকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে বাংলা ভাষার মান সমুন্নত রাখার লক্ষ্যে সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার
(১৩ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং পিপলস থিয়েটার এসোসিয়েশনের যৌথ উদ্যোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়স্থ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, প্রধান শিক্ষক আইয়ুব আলী, উপজেলা শিল্পকলা একাডেমির সম্পাদক দিলদার আলীসহ শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন।
-এমআর
No comments:
Post a Comment