Wednesday, January 13, 2021

কাউনিয়ায় জাতির পিতার প্রতিকৃতিতে কূর্শা ইউনিয়ন ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলী

 


নিজস্ব সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়ায় সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কূর্শা ইউনিয়ন শাখা কমিটির নবাগত নেতৃবৃন্দ।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যূরালে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করে কূর্শা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহিদ হাসান সাব্বির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মুকুলসহ নেতাকর্মীরা। পরে দোয়া করা হয়।

সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, কাউনিয়া কলেজের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, বালাপাড়া ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বিপু, টেপামধুপুর ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক সোহেল তানভির প্রমূখ।

গত ১১ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ কূর্শা ইউনিয়ন শাখা কমিটি অনুমোদন হওয়ায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন বলে জানিয়েছে নবাগত নেতৃবৃন্দ।

-এমআর

No comments:

Post a Comment