রংপুরের কাউনিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার
(২০ জানুয়ারি) রাতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা ব্রীজ (দক্ষিন পাড়) এলাকায় আমিনুলের খাবারের দোকানের সামনে ওসি (তদন্ত) সেলিমুর রহমানের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম-১ ও এসআই সামিউল ইসলামসহ একদল পুলিশ কুড়িগ্রাম হতে ঢাকা গামী নাবিল পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৭৯৫৯) বাসে তল্লাশী কালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেপারীহাট বানিয়াপাড়া সাহেবগঞ্জ আবাসন এলাকার আমিনুর রহমানের ছেলে নুর মোহাম্মদ বাবু (১৯) কে ৫ কেজি গাঁজাসহ এবং লালমনিরহাট হতে ঢাকা গামী সিনহা সাফায়েত পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-৮৩০৭) বাসে তল্লাশী কালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ী গ্রামের আফজাল হোসেনের ছেলে হামিদুল ইসলাম (৩৪) কে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।
মাদক-জুয়া বিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, ধৃতদের বিরুদ্ধে মামলা রুজ্জু করে আদালতে পাঠানো হয়েছে। কাউনিয়াকে জেলার একটি পরিচ্ছন্ন-সুন্দর , মাদক ও জুয়ামুক্ত মডেল থানা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ওসি মাসুম। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি।
-এমআর
No comments:
Post a Comment