অনলাইন প্রেসক্লাব কাউনিয়ার পূর্ণাঙ্গ কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদকঃ
উৎসব মূখোর পরিবেশে অনলাইন প্রেসক্লাব কাউনিয়া, রংপুর এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তকিপল বাজারস্থ মাসুদ সুপার মার্কেটে নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী।
অনুষ্ঠানে আ.লীগের উপজেলা সহ-সভাপতি প্রভাষক মোঃ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক একেএম জাহাঙ্গীর হাসান, বালাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দিলদার আলী, ওয়ার্ড সাধারণ সম্পাদক এনআই শাহীন, সিঃ সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকার, ইউপি সদস্য আলহাজ্ব আমিরুল ইসলাম পলাশ, মোঃ মনতাজ আলী, শ্রী অমরেশ চন্দ্র, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুদ আলম, মোঃ মেনাজ উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনলাইন প্রেসক্লাব কাউনিয়ার নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ জুলহাস হোসেন সোহাগ এবং মোঃ সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জসিম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোকছেদ আলী। কার্যকরি সদস্য শ্রী উৎপল কুমার সরকার, মোঃ ইব্রাহীম খলিল, মোঃ আতিকুল ইসলাম। সম্মানিত সদস্য মোঃ কফিল উদ্দিন কানন, মোঃ আনোয়ার হোসেন, আবু মোঃ আহসান সিদ্দিক পল্লব, মিজানুর রহমান মিজান, মোঃ জামিল হোসাইন, মোঃ আরিফুল ইসলাম আরিফ, মোঃ আব্দুল হালিম।
-এমআর
No comments:
Post a Comment