Tuesday, April 20, 2021

কাউনিয়ায় নেশাগ্রস্ত স্বামীর মারপিটে হাসপাতালে গৃহবধূঁ

 



নিজস্ব সংবাদদাতাঃ
কাউনিয়ার ভিতরকুঠি গ্রামে যৌতুকের দাবীতে মাদকাসক্ত পাষন্ড স্বামীর মারপিটে আহত হয়ে এক গৃহবধূঁ হাসপাতালে চারদিন ধরে চিকিৎসাধীন রয়েছে।

জানাগেছে
, প্রায় দু'বছর আগে উপজেলার হারাগাছের পল্লীমারী গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে আরফিনা খাতুনের সাথে পাশের সারাই ভিতরকুঠি মালীপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে সোহেল রানার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়েতে বরের চাহিদা মত দেড় লক্ষাধিক টাকা দিয়ে যৌতুক হিসেবে একটি ব্যাটারী চালিত চার্জার অটো দেয়া হয়।

স্বামী
সোহেল রানা নেশাগ্রস্ত। সে বাড়িতে ফিরলে প্রায় নানা ছুঁতোয় তার স্ত্রীকে মার ডাং করতো। এরইমধ্যে সে তার স্ত্রীকে বাবার বাড়ী থেকে ফের এক লক্ষ টাকা আনতে চাপ দেয়। গরীব পিতা এত টাকা পাবে কোথায় এতে বিপত্তি ঘটে সোহেল রানার।

গত
বৃহস্পতিবার রাত ৯টার দিকে নেশাগ্রস্ত হয়ে এসে পরিবারের অন্যদের সহায়তায় স্ত্রী আরফিনা খাতুনকে লাঠি দিয়ে মারপিট করে রক্তাত জখম করে। সময় আরফিনার আর্তচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে খবর পেয়ে আরফিনার বাবার বাড়ীর লোকজন তাকে গুরুত্বর আহতবস্থায় কাউনিয়া হাসপাতালে ভর্তি করেন।

ঘটনায় আরফিনা খাতুন বাদী হয়ে গত রবিবার রাতে হারাগাছ মেট্রো থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে হারাগাছ মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, মেডিকেল সনদ তদন্ত সাপেক্ষ আইনী ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment